পবিত্র এই উৎসবে যাতে সকলেই অংশগ্রহন করতে পারে এবং সকলেই যাতে তার নিজ গন্তব্যে সহজেই পৌছোতে পারে সেজন্য সকলকে কিছু ছোট ছোট বিষয়গুলিকে মেনে চলতে হবে।
১। প্রধান সড়ক/সড়কের উপর কোন ক্রমেই পশু হাট বসানো যাবেনা। রাস্তার উপর পশু লোড/আনলোড করা যাবেনা। খেয়াল রাখতে হবে যাতে পশু হাট রাস্তার উপরে চলে না আসে।
২। কোরবানী পশুর বর্জ্য রাস্তার উপর/পার্শ্বে ফেলা যাবেনা।
৩। রাস্তার উপর/পার্শ্বে নির্মান সামগ্রী (রড, বালু, সিমেন্ট) ফেলে রাস্তা সরু করা যাবেনা। রাস্তার উপর ধান, পাট, খড় ইত্যাদি শুকোতে দেওয়া যাবেনা।
৪। দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে নছিমন/করিমন/ভটবটি ও এ জাতীয় যানবাহন চলাচল করা যাবেনা।
৫। ঈদ উপলক্ষ্যে মহাসড়কের পার্শ্বে অস্থায়ী/ভাসমান বাজার বসানো যাবেনা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS